শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বাফেলো বিএনপির প্রস্তুতি সভা
পিবিসি নিউজ: আগামী ১৯শে জানুয়ারি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী। জাতির এই মহান দিনকে স্মরণীয় করে রাখতে নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলো শহর বিএনপি সমর্থিত নেতাকর্মীদের কতৃক সাংবাদিক সম্মেলন, কেক কেটে শুভেচ্ছা বিনিময় ও পরবর্তীতে আলোচনা সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। গতকাল ১২ই জানুয়ারি, ২০২৩ রোজ শুক্রবার বাফেলো বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়।
জাতির এই ক্রান্তিলগ্নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সোচ্চার রয়েছেন। এই মুহূর্তে দেশ ও জাতির জন্য প্রবাসে অবস্থিত সকল মানুষের উচিত দেশপ্রেমিক জনতার পাশে দাঁড়ানো এবং স্বৈরাচার বিরোধী সকল পদক্ষেপে অংশগ্রহণ করা। উদীয়মান বাফেলো শহরে বাংলাদেশ কমিউনিটি এখন অত্যন্ত শক্তিশালী। বাংলাদেশ কমিউনিটির অধিকাংশ মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী ও সমর্থক তাই অতি শিগ্রই বাফেলো শহরে গঠিত হতে যাচ্ছে বাফেলো বিএনপির একটি কার্যনির্বাহী কমিটি। আর বিএনপি বাফেলো কমিটি গঠন করা হবে বলে নেতাকর্মীরা ব্যাপকভাবে উজ্জীবিত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন পালন ও দোয়া মাহফিলের এই অনুষ্ঠানে নিউইয়র্ক স্টেট্ বিএনপি, যুক্তরাষ্ট্র বিএনপির সকল নেতাকর্মীরা টেলিফোনে অংশ নিতে পারবেন বলে জানানো হয়। উল্লেখ্য বাফেলো শহরে মুভ হওয়া অধিকাংশ নেতাকর্মীরাই সাধারণত নিউইয়র্ক শহর থেকে এসেছেন তাই এই দিনটি হতে পারে নতুন পুরাণ নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠান।
সভায় সভাপতিত্ব করেন বাফেলো বিএনপি নেতা জনাব মোঃ আব্দুর রহিম। উপস্থিত ছিলেন নিউইয়র্ক স্টেট বিএনপির সাবেক সভাপতি জনাব মোঃ আবুল বাশার, স্টেট বিএনপির যুগ্ম আহ্বায়ক, জিয়া লাইব্রেরী ডটকমের প্রেসিডেন্ট ও পিবিসি টুয়েন্টিফোর টেলিভিশন সম্পাদক মতিউর রহমান লিটু, সুনামগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ইমতিয়াজ আহমদ বেলাল, নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির সদস্য আবু জাফর ফরাজী, নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সদস্য তরিকুল ইসলাম প্রিন্স, জনাব আনিসুজ্জামান, জনাব জাঈদ বিশ্বাস, মো তোফাজ্জল হোসেন, মো নজরুল ইসলাম, মিলাদুল ইসলাম, মোঃ রকিব, কাজী রেজাউল করিম, পান্থ শাহরিয়ার, ফখর উদ্দিন প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন বাফেলো বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানকে সফল মন্ডিত করতে সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য: বাফেলো বিএনপির কার্যনির্বাহী কমিটি গঠনকল্পে ইতিমধ্যে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছেন নিউইয়র্ক স্টেট্ বিএনপি। ইতোমধ্যে নিউইয়র্ক স্টেট্ বিএনপির সদস্য সচিব সাইদুর রহমান সাঈদ দলীয় এক নোটিশের মাধ্যমে সকল নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে স্বঘোষিত কোন নেতাকে তাদের পদপদবী ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে লেভেল প্লেইন ফিল্ড তৈরির আহ্ববান জানিয়েছেন। নিউইয়র্ক স্টেট্ বিএনপি ও বাফেলো বিএনপি নেতাকর্মীদের মধ্যে কুশল বিনিময় ও দলীয় কার্যক্রম বিষয়ক একটি মিটিংয়ের আলোচনা চলছে।