অবৈধ সম্পদ, আইডিয়াল স্কুলের আতিকুরের দেশত্যাগে নিষেধাজ্ঞা
পিবিসি নিউজ ঃ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রশাসনিক কর্মকর্তা কাম উপ-সহকারী প্রকৌশলী আতিকুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। রোববার ঢাকার সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ এ আদেশ দেন।
পরে আদালতের দুদকের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা আমিনুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। আমিনুল ইসলাম বলেন, আতিকুর রহমানের বিরুদ্ধে অবৈধভাবে কোটি কোটি টাকা লেনদেনের অভিযোগের ভিত্তিতে দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তা সহকারী পরিচালক মাহবুব রহমান তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করার আবেদন করেন। আবেদনের শুনানি শেষে বিচারক এ আদেশ দেন।
এর আগে আতিকুর রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় গত ৩ আগস্ট শিক্ষা মন্ত্রণালয় থেকে তা তদন্তের নির্দেশ দেয়া হয়।
দুদকের অনুসন্ধানে জানা গেছে, আতিকুর রহমান খানের মালিকানাধীন ন্যাশনাল ফ্রায়েড চিকেনের নামে সাউথইস্ট ব্যাংকে ২০১৫ সালে একটি হিসাব খোলা হয়। ওই হিসাবে প্রায় সোয়া দুই কোটি টাকা লেনদেন হয়েছে। কিন্তু সরেজমিন আফতাবনগরে ওই প্রতিষ্ঠানের কোনো হদিস পাওয়া যায়নি।
এছাড়া আতিকুর রহমান খানের মালিকানাধীন এইচকে খান এন্টারপ্রাইজের নামে প্রাইম ব্যাংকের একটি হিসাবে আট কোটি টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে। খোঁজ নিয়ে ওই প্রতিষ্ঠানের ঠিকানায় বনশ্রীর মসজিদ মার্কেটের বিশ্বাস লাইব্রেরি দেখা গেছে বলে দুদক কর্মকর্তারা জানিয়েছেন।
দুদক সূত্রে জানা গেছে, দেশের ১৫টি ব্যাংকে আতিকুর রহমান খানের ৯৭টি ব্যাংক হিসাবের তথ্য পাওয়া গেছে। ব্যাংকগুলো হলো- আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ঢাকা ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এনসিসি ব্যাংক, এনআরবি গ্লোবাল ব্যাংক, ওয়ান ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, প্রাইম ব্যাংক, সিটি ব্যাংক, আইএফআইসি ব্যাংক ও ইস্টার্ন ব্যাংক লিমিটেড।
এসব হিসাবে ২০০৭ সাল থেকে চলতি বছরের ২৮ মার্চ পর্যন্ত ১১০ কোটি ৬৯ লাখ ৯২ হাজার ৩৯২ টাকা লেনদেন হয়েছে। এর মধ্যে আতিকুর রহমানের মালিকানাধীন প্রতিষ্ঠান, স্ত্রী নাহিদা আক্তার নীপা, বড় ভাই আব্দুস সালাম খান, ফজলুর রহমান খান ও শ্বশুর নুরুল ইসলামের নামেও লেনদেন রয়েছে।