Khaleda Zia asked for GSP privilege from US government, (New jersey senate)
- LUD:
0
3,762
23
0
পিবিসি২৪ ডট কমঃ ২০১১ সালের ২৩ মে মার্কিন যুক্তরাষ্ট্র সফরকালে নিউজার্সি সিনেটে প্রদত্ত ভাষণে বাংলাদেশের গার্মেন্ট শিল্পকে জিএসপি সুবিধা প্রদানের জন্য ওবামা প্রশাসনকে অনুরোধ জানিয়েছিলেন।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গণতন্ত্র, বিশ্বশান্তি, মানবাধিকার, সন্ত্রাস দমন, নারী শিক্ষা ও সক্ষমতা উন্নয়নে তার অসামান্য অবদান ও কৃতিত্বের জন্য ঐ দিন বিকালে নিউ জার্সি সিনেট সর্বসম্মতভাবে রিজ্যুলিউশন পাশ করে সম্বর্ধনা জানায়। মার্কিন যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে কোনো বাংলাদেশী নেতার সম্মানে এই প্রথম বিল গৃহীত হয় বলে জানা গেছে।