Home>সকল সংবাদ>প্রবাসী>এশিয়া>মধ্যপ্রাচ্য>সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত
মধ্যপ্রাচ্য

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১১ বাংলাদেশি।

বুধবার (৪ জুলাই) ভোরে ওই বাংলাদেশিদের বহনকারী একটি মিনিবাস চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা কবলে পড়ে।

রিয়াদে বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট থেকে নিহত একজনের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তিনি নড়াইল জেলার মহিষখোলা গ্রামের মোহসিন হোসাইনের পুত্র মনিরুল ইসলাম। নিহতদের মরদেহ জেদ্দায় বাদশাহ ফাহাদ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আহতদের মধ্যে জেদ্দার বাদশাহ ফাহাদ হাসপাতালে ৪ জন, বাদশাহ আবদুল আজিজ হাসপাতালে ২ জন, সৌদি জার্মান হাসপাতালে ৩ জন ও বাদশাহ আব্দুল্লাহ হাসপাতালে ২ জন চিকিৎসাধীন। এদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ দ্রুত বাংলাদেশে পাঠানো হবে।