Home>সকল সংবাদ>রকমারী>বিনোদন/চলচিত্র>প্রেম করছেন শ্রীদেবীকন্যা!
বিনোদন/চলচিত্র সকল সংবাদ

প্রেম করছেন শ্রীদেবীকন্যা!

শশাঙ্ক খাইতান পরিচালিত ‘ধাড়াক’-এর মধ্য দিয়ে বলিউডে পা রেখেছেন প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর মেয়ে জাহ্নবী কাপুর। বক্স অফিসে শত কোটি রুপির ব্যবসা করেছে ছবিটি। তারই সফলতায় ভাসছেন জাহ্নবী।

এরইমধ্যে নবাগত এই অভিনেত্রীকে নিয়ে শুরু হয়েছে এক নতুন গুঞ্জন। শোনা যাচ্ছে, জাহ্নবী নাকি চুটিয়ে প্রেম করছেন! কিন্তু কার সঙ্গে?

ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, ‘ধাড়াক’ ছবির সহশিল্পী ঈশান খাত্তারের সঙ্গেই নাকি মন দেওয়া-নেওয়া চলছে জাহ্নবীর। গত শুক্রবার একটি সিনেমা হল থেকে একসঙ্গে বের হতে দেখা গেছে এই জুটিতে। এরপর থেকেই তাদের প্রেমের গুঞ্জন আরও জোরালো হয়।জাহ্নবী কাপুর ও ঈশান খাত্তার‘ধাড়াক’-এর প্রচারণার সময়ই ঈশান-জাহ্নবীর সম্পর্কের খুনসুটি প্রকাশ্যে এসেছিলো। তখন অনেকেই ভেবেছিলেন, ছবির জন্যই হয়তো তাদের এই সম্পর্ক। কিন্তু ছবি মুক্তির পরও তাদের অফস্ক্রিন ঘনিষ্ঠতা এখন নজর কাড়েছে সবার।

Review Overview

Summary
0